রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এবং আরও দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ১৭ই জুন শুক্রবার দুপুর দেড়টায় রাণীশংকৈল উপজেলার গোগরে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি গ্রামের অতুলের ছেলে তিলক রায়(১৮) ও পীরগঞ্জ উপজেলার বাশগাড়া গ্রামের জগেনর ছেলে জয়(১৮)।
স্থানীয়দের বরাতে ওসি বলেন- জুম্মার নামাজের সময় পীরগঞ্জ থেকে রাণীশংকৈল আসার পথে ও রাণীশংকৈল থেকে পীরগঞ্জ যাওয়ার সময় গোগড় নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তাৎক্ষণিকভাবে দুইজন মারা যায়। সাথে থাকা আরো দুইজনকে চিকিৎসার জন্য পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন- নিহতের লাশ পীরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। মোটরসাইকেল ২টি উদ্ধার করে মামলার প্রক্রিয়া চলছে।