শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ধুনটে কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা নড়াইলে যুবকের মরদেহ উদ্ধার নড়াইলে দুই ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৪ ধুনটে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ ফুলবাড়ীতে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে রশিদপুর গ্রামবাসীর মানববন্ধন নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত-১ চলমান মামলা সত্বেও মাছ লুট- সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ নড়াইলে ডিবির অভিযান গাঁজাসহ গ্রেপ্তার-১ ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও হুমকিদাতাদের গ্রেপ্তার দাবি পীরগাছায় প্রভাব বিস্তার করে মসজিদে তালা বিআরটিএ বাড়তি টাকা আদায়ের সত্যতা পেয়েছে দুদক রাণীশংকৈল সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ কেরানী থেকে রাতারাতি প্রধান শিক্ষক, অবশেষে সাময়িক বরখাস্থ রংপুরে হামলার শিকার ব্যবসায়ীর সংবাদ সম্মেলন জলঢাকায় হাট ইজারা থেকে রাজস্ব আয় দুই কোটি ৫০ লাখের বেশি আদালতের আদেশ অমান্য করে ভুট্টা ছিড়ে নিয়ে যাওয়ার অভিযোগ নড়াইলে সেনা-পুলিশের অভিযানে অস্ত্র সহ আটক ৩ ফুলবাড়ীতে জমিজমার বিরোধে কলাবাগান কাটলেন প্রতিপক্ষরা দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিস্ট মাথা চাড়া দিবে

রাণীশংকৈলে বাদাম বিক্রি করে চলছে বৃদ্ধার সংসার

শামীনুর রশিদ- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ৪নং ওয়ার্ড মধ্য ভান্ডারা রংপুরিয়া মার্কেট এলাকার বাসিন্দা আব্দুল মজিদ মুন্সি বয়স প্রায় ৯৫ বছর তার সংসার জীবনে দুই ছেলে এবং এক মেয়ে আছে। তবে মেয়েকে অন্যত্রে বিয়ে দিয়েছেন।

বৃদ্ধ বয়সে সন্তানরা দেখ ভাল করছেন না। আর এই বয়সে আমাকে ঘারে করে বাদাম বিক্রির কাজ করতে হচ্ছে। সন্তানরা দেখেনা তাই আমি নিজেই ভিক্ষাবৃত্তি না করে মানুষের কাছে হাত না পেতে এই কর্ম করি। কারণ ভিক্ষা করা সমাজের সবচেয়ে ঘৃণার কাজ।

এই বাদাম বিক্রির টাকা দিয়েই অতি কস্টের মাঝেও অসুস্থ স্ত্রীকে নিয়ে দুই জনের সংসার চালিয়ে যাচ্ছেন তিনি। যত দিন বেঁচে আছি কি করবো আর কিছুই তো করতে পারি না এখন বয়সের ভারে। আপনার ছেলে সন্তানরা আপনাকে দেখাশোনা করে কিনা, এই কথা জিজ্ঞেস করতেই কোন ধরনের সংকোচবোধ বা জরতা না করেই উপরের কথা গুলো বলে সোজাসোজি উত্তর দিচ্ছিলেন বৃদ্ধ।

আব্দুল মজিদ বয়সের ভারে তেমন একটা চোখে দেখেন না, চশমার সাহায্য নিয়েই চলতে হয় তাকে। তবুও জীবিকার সন্ধানে এই মাঘের হাঁড় কাপা কনকনে শীতে সকাল হলেই কাঁধে গামছা আর বাদামের ঝুরি নিয়ে বেরিয়ে পড়েন বাদাম বিক্রির উদ্দেশ্যে।

মজিদ মুন্সির আরো বলেন, আমি দীর্ঘ ১০ বছর থেকে পৌর শহরের বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে বাদাম বিক্রি করেই সংসার চালানোর পাশাপাশি অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনতে হয় আমাকে। আমি নিজেও অসুস্থ শরীর নিয়েই প্রতিদিন বাদাম বিক্রি করি।মজিদ মুন্সির দুই ছেলের মধ্যে এক ছেলে ভ্যান চালান আরেক ছেলে কুলির কাজ করে তাদের সংসার পরিচালনা করেন।

বয়স্ক ভাতা সম্পর্কে মজিদ মুন্সি কে জিজ্ঞেস করা হলে বলেন, তিন মাস পর পর বয়স্ক ভাতার টাকা পায়।তবে সেই টাকা দিয়ে কি আর সংসার চলে।শুধু তো সংসার না নিজের ও অসুস্থ স্ত্রীর জন্য আমার প্রতিদিন ওষুধ লাগে। তাই সব মিলিয়ে আমাকে এই শেষ বয়সে এসেও জীবিকার তাগিদে বাদামের ভার ঘাঁরে তুলে নিতে হয়েছে। প্রতিদিন বাড়ি থেকে বের হতে হয় বাদামের ব্যবসার জন্য।

সারাদিনে বাদাম বিক্রি করে কত টাকা পাওয়া যায় এবিষয়ে জানতে চাইলে, মজিদ মুন্সি বলেন, আল্লাহ আমার রিজিকে প্রতিদিন যেটা রেখেছে তাই হয়।তবে ১৫০ থেকে ২০০ টাকা প্রতিদিন আমার লাভ হয়। আমি বাদাম বিক্রির আগে সুটকির ব্যবসা করে সংসার পরিচালনা করে আসছিলাম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এবং পর্যাপ্ত পরিমাণে পুজি না থাকায় সে ব্যবসা করতে পারিনি। তাই শেষ বয়সে এসে বাদামের বোঝা ঘাঁরে তুলে নিতে হয়েছে আমাকে।

তবে স্থানীয়রা অনেকেই বলছেন, এই বয়সে মজিদ মুন্সি যেভাবে বাদামের বোঝা ঘাড়ে নিয়ে ব্যবসা করছেন এটা আসলেই তার জন্য খুব দুঃখ জনক বিষয়। তবে সরকারি ভাবে বা এলাকার কোন বৃত্তবান মানুষ যদি তাকে একটি স্থায়ী ভাবে দোকান করে দিতো তাহলে তাকে আর এই বয়সে হাঁড় ভাঙ্গা পরিশ্রম করতে হতো না।

আব্দুল মান্নান ও রেজওয়ান আহম্মেদ দুলাল বলেন, এই বৃদ্ধ ব্যক্তিটি যেভাবে এই বয়সে এসে ভিক্ষাবৃত্তি না করে নিজে ব্যবসা করছেন এজন্য তিনি সমাজের মানুষের কাছে অন্যন্য দৃষ্টান্ত হিসেবে পরিচিত হয়ে থাকবেন।তবে তাকে সব সময় দেখি পৌরসভার বিভিন্ন এলাকায় বাদাম বিক্রি করতে।তাকে দেখলেও অনেক মায়া হয়।তাই বাদাম খাওয়ার ইচ্ছা না থাকলেও তার কাছে বাদাম কেনে অনেক মানুষ। তবে তার জন্য সরকারি ভাবেই হোক বা এলাকার বিত্তবানদের সহযোগিতায় হোক স্থায়ী ভাবে কিছু করা প্রয়োজন।

মজিদ মুন্সির বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, তার সাথে কথা বলে এবং সে আমাদের সমাজসেবার নিয়মের যে ক্যাটাগরিতে পড়বে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ।

রাণীশংকৈল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, উক্ত বৃদ্ধ ব্যক্তির পরিবারের সাথে কথা বলে তাকে কিভাবে সহযোগিতা করলে তার জন্য ভালো হয় সেভাবে ব্যবস্থা নেওয়ার চেস্টা করবো।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com