Friday, April 19, 2024
Homeরংপুর বিভাগঠাকুরগাঁও জেলারাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১৪ই ডিসেম্বর নির্ধারিত কর্মসূচির মধ্যদিয়ে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহসভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসম্পাদক রফিকুল ইসলাম সুজন,সদস্য মাহবুব আলমসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, সমাজসেবা অফিসার আব্দুর রহিম, পল্লীবিদ্যুতের ডিজিএম
নেজামুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে ১৪ই ডিসেম্বরে দেশীয় আলবদর, আলশামস বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বিভিন্ন পেশার বাঙালি বুদ্ধিজীবীদের নিহত হবার কথা তুলে ধরেন। বক্তব্যে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি গভীর জানান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা। প্রসঙ্গত, সন্ধ্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলের কর্মসূচি রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments