Thursday, April 18, 2024
Homeরংপুর বিভাগঠাকুরগাঁও জেলারাণীশংকৈলে সিনজেনটা কোম্পানীর নকল কিটনাশক বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রাণীশংকৈলে সিনজেনটা কোম্পানীর নকল কিটনাশক বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে মেসার্স জান্নাতুন ট্রেডার্স দীর্ঘদিন ধরে নকল কিটনাশক বিক্রি করে আসছিল। সিনজেনটাা কোম্পানীর অভিযোগের প্রেক্ষিতে রবিবার ৪ঠা সেপ্টেম্বর সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিত সাহা স্বরেজমিনে তদন্তে গেলে ঘটনার সত্যতা পায়।

এসময় মেসার্স জান্নাতুন ট্রেডার্সে সিনজেনটা কোম্পানীর ভিরতাকো নকল কিটনাশক (বিষ) ও বিভিন্ন কোম্পানীর মেয়াদ উত্তীর্ণ বিষ পাওয়ার অপরাধে জান্নাতুন ট্রেডার্সের প্রোঃ জমির উদ্দীনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন- সিনজেনটা কোম্পানীর ভিরতাকো নকল কিটনাশক (বিষ) ও বিভিন্ন কম্পানির মেয়াদ উত্তীর্ণ বিষ পাওয়ার অপরাধে জান্নাতুন ট্রেডার্সের প্রোঃ জমির উদ্দীনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ইং সালের ৫১ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments