শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
দূর্ঘটনার চিত্র মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় রবিবার ১৫ই মে সকালে নেকমরদ-বালিয়াডাঙ্গি পাকাসড়কে সোলায়মান আলী(৬৫) সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। এদিন সকালে ওই সড়কে ঈদগাঁও বাজারের পূর্বপাশে এ দূর্ঘটনা ঘটে।মৃত সোলায়মান আলী চন্দচহট নয়াবস্তি এলাকার ঘুটু মোহাম্মদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে- ঘটনার দিন সকালে সোলায়মান বাজারে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পাকা সড়কে উঠতে গেলে বালিয়াডাঙ্গী থেকে আসা একটি দ্রুতগামী কোচ এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই মর্মেও ওসি জানান।