শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইমরান আলী(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ইমরান আলী উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের হায়দার আলীর ছেলে।
বুধবার (২ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও রানীশংকৈল থানার এস,আই আজাহারুল এর নেতৃত্বে একটি সংঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের ইমরান আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ জয়ন্ত কুমার সাহা জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।