রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিকে সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত ভাবে সফলতার সহিত জঙ্গী, সস্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, পর্নোগ্রাফি, প্রতারক চক্র, হ্যাকার, ছিনতাইকারী, কালোবাজারী, আন্তঃজেলা চোর চক্র'সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ১৯শে মে ২০২২ইং তারিখ দিবাগত-রাত আনুমানিক ৮টা ৩০ ঘটিকায় র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার সংলগ্ন বন-বিট কর্মকর্তার কার্যালয়ের সামনে রাস্তার পাশে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি প্লাস্টিকের বস্তাসহ পলায়নের চেষ্টা করে।
ওই সময় পলানোর চেষ্টাকালে যথাক্রমে, ১। মোঃ শফিক (২২), পিতা- দিল মোহাম্মদ, মাতা- জাহেদা, সাং- ঘিলাতলী, ইউপি- হোয়াইক্যং (০১ নং ওয়ার্ড), থানা- টেকনাফ, ২। মোহাম্মদ মন্নান (২০), পিতা- আবুল ফয়েজ, মাতা- রোমেনা আক্তার, সাং- মধ্যম ফারিরবিল, বালুখালী, ইউপি- পালংখলী (০৮ নং ওয়ার্ড), থানা- উখিয়া, উভয় জেলা- কক্সবাজারদের গ্রেফতার করা হয়।
ওই সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ৪৮ (আটচল্লিশ) ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা জানায়, জব্দকৃত মাদকদ্রব্য গুলো তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলিয়া উপস্থিত সাক্ষী গণের সম্মুখে জবানবন্দি প্রদান করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। আজ শুক্রবার ২০শে মে ২০২২ইং র্যাব-১৫ কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।