বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, এর অভিযানে দিনাজপুর জেলার চিরিরবন্দর থেকে ছাব্বিশ বোতল ফেন্সিডিল জব্দসহ মোঃ মহাসিন আলী(৩৫) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে।
বুধবার ১৭ই মে চিরিরবন্দর থানার ডাঙ্গারহাট বাজার মেসার্স এফ রহমান ট্রেডার্স দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি একই থানার উত্তর ভবানীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।
তথ্য নিশ্চিত করে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান- আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তার নামে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।