রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিকে সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত ভাবে সফলতার সহিত জঙ্গী, সস্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, পর্নোগ্রাফি, প্রতারক চক্র, হ্যাকার, ছিনতাইকারী, কালোবাজারী, আন্তঃজেলা চোর চক্র’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহীর চারঘাটে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বে খোকন আলীর হত্যাকারী আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন র্যাব। এ ঘটনায় আসামীকে গ্রেফতারের বিষয়টি সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী কতৃক অদ্য শুক্রবার ১৫ই এপ্রিল ২০২২ইং তারিখ সন্ধ্যা ৬টা ২ ঘটিকায় ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
নিম্নে প্রেস বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলোঃ
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণকারী, খুনি, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে আপনারা সকলে অবগত আছেন যে, রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বে খোকন আলী(৩৫) নামে এক ব্যক্তিকে শুক্রবার ইফতারের সময় কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত খোকন আলী ওই গ্রামের মোজাহার আলীর ছেলে।
৩। উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব-৫ তার ছায়া তদন্ত শুরু করে। ১৫ই এপ্রিল ২০২২ইং তারিখ র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রাত্রী ০২ঃ৩০ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন মৌপাড়া গ্রামস্থ জনৈক মোঃ ওয়াহিদুর রহমান চৌধুরী, পিতা-মৃত আব্দুল কাদের চৌধুরী এর বসতবাড়ী থেকে খোকন আলীর এর হত্যাকারী আসামী মোঃ জিয়ারুল ইসলাম(৩৬), পিতা-মোঃ আজগর আলী, সাং-জোতকার্তিক, থানা-চারঘাট, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ জিয়ারুল ইসলাম(৩৬) উক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। সুত্রে, র্যাব-৫।