শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
ডেস্ক সংবাদঃ
রংপুরে হারাগাছ থানা এলাকা থেকে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) র্যাব-১৩ এর অভিযানে মহানগরীর হারাগাছ থেকে মীরবাগগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে। মাদক ব্যবসায়ী মো. মহসীন আলী (২৩), লালমনিরহাট সদর উপজেলার সরংজানী খলাইঘাট এলাকার মৃত. আব্দুল সাত্তারের ছেলে। গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় (১২ আগস্ট) দুপুর ১৫.১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল জেলার কাউনিয়া থানাধীন কুর্শা ইউপির ১নং ওয়ার্ডের চন্ডীপুর বালাপাড়া এলাকার (হারাগাছ থেকে মীরবাগগামী) সড়কে অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মহসীন আলী (২৩)কে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল সহ আটক করে র্যাবের আভিযানিক দল। পরে মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
“বাংলাদেশ আমার অহংকার”-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। যা জনস্বার্থে ও যুব সমাজ রক্ষায় র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।