রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী'সহ মাদক বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী কর্তৃক পৃথক পৃথক ভাবে অপারেশন পরিচালনার মাধ্যমে ১ কোটি ১০ লক্ষ টাকা সমমূল্যের হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন। অদ্য ৩রা জানুয়ারি ২০২৩ইং র্যাব-৫ রাজশাহী কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
নিম্নে প্রেস বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলোঃ
সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী কর্তৃক পৃথক অপারেশন পরিচালনায় ১ কোটি ১০ লক্ষ টাকা সমমূল্যের হেরোইনসহ ২ জন গ্রেফতার।
১। গত ২রা জানুয়ারি ২০২৩ইং তারিখ রাত্রী ০৩.১৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরকোদালকাটি জেলেপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে (১) হেরোইন- ৬০০ গ্রাম, (২) মোবইল- ১টি, (৩) সীমকার্ড- ০১টি উদ্ধার করেন এবং আসামী মোঃ আব্দুর রহমান (২৭), পিতা- মোঃ মোখলেছ, সাং- চরকোদালকাটি জেলেপাড়া, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, জেলা- চাঁপাইনবাবগঞ্জ'কে গ্রেফতার করেন।
২। ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরকোদালকাটি জেলেপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান (২৭), পিতা-মোঃ মোখলেছ এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। বিষয়টি জানা মাত্রই ০২/০১/২০২৩ইং তারিখ মধ্যরাতে উক্ত মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে নৌকাযোগে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও করলে ২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় র্যাব সদস্যের সহায়তায় ১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে।
৩। গত ২রা জানুয়ারি ২০২৩ইং তারিখ রাত্রী ০৩.১৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক নামক এলাকায় অপারেশন পরিচালনা করে (১) হেরোইন-
৫০০ গ্রাম, (২) ডিজিটাল ওয়েট মেশিন- ০১টি উদ্ধার করেন এবং আসামী মোঃ সাহিন (৩০), পিতা- মোঃ আনারুল, সাং- দিয়ার মানিকচক, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী'কে গ্রেফতার করেন।
৪। ঘটনার বিবরণে প্রকাশঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরকোদালকাটি জেলেপাড়া গ্রামস্থ এলাকায় অপারেশন পরিচালনা শেষে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ সাহিন(৩০), পিতা- মোঃ আনারুল এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে ০২/০১/২০২৩ইং তারিখ রাত্রী- ০৫.১৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক গ্রামস্থ উক্ত মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে নৌকাযোগে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় র্যাব সদস্যের সহায়তায় ১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় পৃথক পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করা হলো।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।