আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদরের চররুহিতা ইউনিয়নের ঘোষের পুকুরপাড় হামিদ উল্লাহ ভূঁইয়া বাড়িতে সোমবার গভীর রাতে সঙ্ঘবদ্ধ ডাকাতেরা ব্যাংকার মো: মারুফ হোসেন চৌধুরীর বসত ঘরের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে।
রাত দুইটার দিকে ডাকাত চক্রের সদর দরজার ভেতর বাহির মোট চারটি ছিটকিনির ৩টি খুলে ফেলে। অপর একটি খোলার সময় মারুফের বোন মাদ্রাসা শিক্ষিকা ওয়াহিদা আক্তার লিমা টের পান। লিমা দেখেন ডাকাত চক্র বাহির থেকে দেশীয় অস্ত্র দিয়ে দরজার শেষ ছিটকিনিটা খোলার চেষ্টা করছে। এমন দৃশ্য দেখে লিমা শৌর চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত চক্র পালিয়ে যায়।
প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী হাফেজ আব্দুর রহমান, স্থানীয় দোকানদার মোঃ শাহ আলম, মোঃ পারভেজ ও আজগর এ প্রতিবেদককে বলেন- রাত ২টার দিকে আমরা লিমার শৌর চিৎকার শুনে দৌড়ে এসে দেখে দরজার ছিটকিনি ভেঙে ফেলা হয়েছে। ডাকাতরা পালিয়ে গেছে।
মাদ্রাসা শিক্ষিকা ওয়াহিদা শারমীন লিমা বলেন- ডাকাত চক্র দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করলে আমি বাতি জ্বালিয়ে শৌর চিৎকার দিলে ডাকাতরা পালিয়ে যায়।
ব্যাংকার মারুফ হোসেন বলেন- আমি চাকরির সুবাদে বাড়ীর বাহিরে থাকি। সংঘবদ্ধ ডাকাত চক্র আমার বসত করে দরজার ছিটকিনি ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। আমার বোন টের পেয়ে শৌর চিৎকার দিলে ডাকাত চক্র পালিয়ে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ডাকাতির বিষয়ে খতিয়ে দেখা হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।