রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
আবির আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়।
তেত্রিশ জন সদস্য সদস্যের মনোনয়নপত্রের মধ্যে রামগঞ্জ উপজেলা অর্থাৎ জেলা পরিষদের ১, ৪ ও ৫নং নির্বানি এলাকার নজরুল ইসলাম, মোছাঃ রোপেনা আক্তার, ফয়সাল আহমেদ রতন, মোশাররফ হোসেন রাসেল, আবুল বাছেত ও নুরুল আলমের মনোনয়ন পত্র প্রাথমিক যাচাই বাছাই কালে তথ্য গোপন, মামলা মোকদ্দমার আসামী হওয়ায় বাতিল হয়ে যায়।
তবে আগামী তিনদিনের মধ্যে সমুদয় কাগজপত্র সংশোধন করে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করলে তা ফিরে পাওয়া সম্ভব বলে জানালেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।
জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সদস্যা পদে নির্বাচনের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গনের মধ্যে আগামী ২৬ নভেম্বর সকাল ১০ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে।
এসময় জেলার বিশিষ্ট জনের পাশাপাশি উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সাবেক সদস্য সদস্যরা, আইনজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও রাজনৈতিক নেতৃবৃন্দ।