নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার ইয়াবা বড়িসহ একটি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার ২৩শে ফেব্রুয়ারি দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে বসিয়ে তল্লাশি চালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।আটককৃতরা হলেন কাভার্ড ভ্যানের চালক মোঃ ফরিদ মিয়া(২৫) ও হেলপার মোঃ নুর হোসেন সবুজ(২৭)।
লোহাগাড়া থানার ওসি মোঃ আতিকুর রহমান জানান- কক্সবাজার থেকে একটি বড় ইয়াবার চালান ঢাকা নিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছিল কয়েকদিন ধরে।
সর্বশেষ গতরাতে ২৩শে ফেব্রুয়ারি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় একটি কাভার্ড ভ্যান সন্দেহ করা হলে তা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের সিটের পেছনে বিশেষভাবে লুকিয়ে রাখা স্কচটেপ মোড়ানো ১৬টি পোটলা উদ্ধার করা হয়। এতে প্রায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।তিনি আরও জানান- এ সময় কাভার্ডভ্যানের চালক ফরিদ মিয়ার দেহ তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র ও হেলপার নুর হোসেন সবুজের দেহ তল্লাশি করে ৪০ রাউন্ড গুলি ভর্তি একটি প্লাষ্টিকের বক্স পাওয়া যায়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, বিশুদ্ধ পানি সরবরাহ করার আড়ালে ইয়াবা ও অস্ত্র সরবরাহ করেন তারা। এ ঘটনায় লোহাগাড়া থানায় মাদক দ্রব্য ও অস্ত্র আইনে দু‘টি পৃথক মামলা করা হয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।