জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
ক্রিড়া দেয় সুস্থ দেহ, সুন্দর মন। চল চল মাঠে চল মাদক ছেড়ে খেলতে চল, এমন সব অভিনব প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলাধীন ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের উত্তর পাড়ার সকল ক্রিয়ামোদী যুব সমাজের প্রচেষ্টায় বেশ জাঁকজমকভাবে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতি ম্যাচটি পাড়ার সিনিয়র টিম এবং জুনিয়র টিম দুগ্রুপে ভাগ হয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি নিয়ে গ্রামের মুরব্বি থেকে শুরু করে প্রায় সবার ভিতরই অনেক আনান্দ ও উৎসাহ দেখা যায়। খেলাটি দেখতে সমগ্র গ্রামসহ আশপাশের গ্রাম থেকে প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পড়ন্ত বিকেলে অনুষ্ঠিত হয়।
খেলা সম্পর্কে জানতে চাইলে সিনিয়র একাদ্বশের সানোয়ার মন্ডলের সাথে কথা হলে তিনি আমাদেরকে জানান, এমন একটি প্রীতি ম্যাচ গ্রামের ছোট বড় সবার সাথে খেলতে পেরে আমিসহ অনেকেই, বেশ আনান্দ পেয়েছি আমরা যারা বাইরে থাকি ঈদ উপলক্ষ্যে এমন একটা আয়োজন বেশ আনান্দময়।
সিনিয়র একাদ্বশের অধিনায়ক ও এই ম্যাচের অন্যতম আয়োজক ইন্জিনিয়ার নয়ন মল্লিকের সাথে কথা হলে তিনি আমাদের বলেন, আমি সহ পাড়ার অনেকেই জীবিকার তাগিদে গ্রামের বাইরে থাকি তারা আসলে অনেক দিন সবার সাথে এমন ভাবে দেখা ও যোগাযোগ হয়না তাই সবাইকে একত্র করে ঈদ আজহার আনান্দকে ছোট বড় সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আয়োজনটা ছিল, সবাই খুবই আনান্দের সাথে উপভোগ করেছে, তাই প্রতি বছরই এমন আয়োজন করতে চাই।
খেলা শেষে একটি খাসি ছাগল জবাই করে সকলেমিলে একটি ভূড়িভোজের ব্যবস্থা করে। উল্লেখ্য খেলায় সিনিয়র একাদ্বশকে ৩ গোলে হারিয়ে জয়লাভ করে জুনিয়র একাদ্বশ।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।