মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলাধীন মুকুল নিকেতন ও ধলিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ইংরেজি শিক্ষক (সাবেক) জনাব আব্দুল কদ্দুস আকন্দ (মাস্টার) ২৫শে নভেম্বর/২০২২ শুক্রবার রাত ১১টায় ময়মনসিংহের শান্তিনগর নিজ বাসায় ইন্তেকাল করেছেন - ইন্নালিল্লাহি ---- রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ধলিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে যাওয়ার পর পার্টটাইম হিসেবে ময়মনসিংহ মুকুল নিকেতন হাইস্কুলে দীর্ঘদিন ইংরেজী বিষয়ে শিক্ষকতা করেন। এই মৃত্যুতে তার সহকর্মীবৃন্দ, তার কাছে লেখাপড়া করে যেসকল ছাত্ররা উচ্চ শিক্ষা অর্জন করেছেন তারা গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন, তারা গভীরভাবে শোকাহত।
তিনি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন, সততা ও একাগ্রতার সহিত শিক্ষকতা পেশার দায়িত্ব পালন করেছেন। তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন। তিনি বিভাগীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সহকর্মীদের কাছে খুবই প্রিয় একজন মানুষ ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তাঁর স্ত্রী ২০২১ সালে পরলোকগমন করেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন। ছেলে সারওয়ার জাহান (মিন্টু ) এডভোকেট, জজকোর্ট, ময়মনসিংহ, মেয়ে রওনক জাহান (সেতু) সিনিয়র সহকারী শিক্ষক প্রগ্রেসিভ নার্সারি স্কুল, ময়মনসিংহ।
তাঁর দীর্ঘ কর্মজীবনে কর্মনিষ্ঠা ও একাগ্রতার কথা তার পরিবারবর্গ শ্রদ্ধার সাথে স্মরণ করে।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।