মোস্তফা মিয়া- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
সমাজ কল্যান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, মানুষের জীবনের মানোন্নয়নে সরকার কাজ করছে। সমাজের অবহেলিত, বঞ্চিত, নিগৃহীত মানুষের কল্যানে সামাজিক নিরাপত্তা কর্মসূচী গ্রহন এবং দরিদ্র এতিম শিশুদের আলোকিত জীবন গড়তে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে। দরিদ্র পরিবারের এতিমদেরকে পিছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
শনিবার ২৮শে মে সকাল ১১টায় রংপুর শহরের মডার্ন মোড়ে সরকারি শিশু পরিবার (বালক) প্রতিষ্ঠানের চত্ত্বরে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এতিম শিশুদের দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বক্তব্য রাখেন।
এ সময় তিনি আরো বলেন জীবনের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে এতিম শিশুদের মানষিক, শারিরীক ও বুদ্ধি-বৃত্তির বিকাশ ঘটিয়ে সমাজের মুলস্রোতে সম্পৃক্ত করতে হবে। যাতে তারা সমাজ, রাষ্ট্র, সরকারকে সহায়তা করতে পারে। অনুষ্ঠানে উপস্থিত শত শত এতিম শিশুদের স্বপ্ন দেখিয়ে তিনি বলেন, তোমাদের কে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বড় সরকারি কর্মকর্তা হতে হবে। তোমাদের উচ্চ শিক্ষা গ্রহণে বর্তমান সরকার শিক্ষা উপকরণ, বৃত্তি, উপবৃত্তি, বিনাবেতনে লেখাপড়ার সুযোগ দিয়েছে। তোমাদের কে এই সুযোগ কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুইজ্ঞায় সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোতাল্লেব হোসেন প্রমুখ।
রংপুরের অনুষ্ঠান শেষ করে পীরগঞ্জ উপজেলায় ড. এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন নব নিযুক্ত সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব জাহাঙ্গীর আলম বুলবুল।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।