হারুন-অর-রশিদ বাবু- রংপুর জেলা প্রতিনিধিঃ
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে রংপুরের সাংবাদিক সমাজ। শনিবার (৯ আগস্ট) সকাল এগারোটায় সম্মিলিত সাংবাদিক সমাজের আহবানে, রংপুর প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করে সম্মিলিত সাংবাদিক সমাজ রংপুর, রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন, রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, পীরগাছা প্রেসক্লাব, কাউনিয়া প্রেসক্লাবসহ রংপুরে কর্মরত, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন, মাল্টিমিডিয়ার অন্তত দু’শতাধিক গণমাধ্যম কর্মী।
রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব সাংবাদিক লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিউলি বেগম, প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আতিক হাসানসহ আরও অনেকে।
এ সময় সাংবাদিকরা আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অপরদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন পাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান সাংবাদিক নেতারা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতোমধ্যে রংপুরের অনেক সাংবাদিকের উপর অতর্কিত হামলা, মিথ্যা মামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে রংপুরে আর কোনো সাংবাদিকের উপর অন্যায় করা হলে রংপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রসঙ্গত- গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সংঘবদ্ধ অপরাধ চক্রের কয়েকজন সদস্যের মানুষ কোপানোর ভিডিও ধারণ করায়, অস্ত্রধারীরা প্রকাশ্য দিবালোকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে।
এর আগের দিন বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে নগরীর সাহাপাড়া এলাকায় অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জরিত ৭জন ও আনোয়ার হোসেনকে মারধরের ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।