৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
নীলফামারীর কিশোরগঞ্জ কেল্ল্যাবাড়ী এলাকায় বসবাসকারী সাংবাদিক রাকিবুল ইসলাম রকি
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিত ৬.৩০ ঘটিকায় নীলফামারী সদর চাঁন্দের হাট বাজার এলাকায় সড়ক দূর্ঘটনা নিহত হয়েছে।
তিনি দৈনিক আলোকিত নিউজ পোর্টালের উপজেলা প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখায় দ্বায়িত্ব পালন করতেন।
জানা গেছে, নিহত রকি নীলফামারী কিশোরগঞ্জের চাঁদখানা ইপি'র বগুলাগাড়ী গ্রামের ওসমান গনির ছেলে। নিহতের পরিবারে প্রায় ৩ বছরের একটি কন্যা সন্তান স্ত্রী পিতা মাতা ভাইবোন বন্ধু সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন।
এছাড়াও তিনি পার্শ্ববর্তী উপজেলা তারাগঞ্জ বাজারের রকি ফ্যাশান হাউজ নামে একটি কাপড় ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
প্রদক্ষদর্শী সুত্রে জানা যায়, তিনি মোটরসাইকেল যোগে নীলফামারী শহরের দিকে যাচ্ছিলেন। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাংবাদিক রকির নামাজে জানাজা (২২ জানুয়ারি) বুধবার সকাল ১১টায় তার নিজ বাস ভাবনে অনুষ্ঠিত হবে।
রকির এই অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজে নেমেছে শোকের ছায়া। বাংলাদেশ প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক বিবৃতি ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।