৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে একুশে ফেব্রুয়ারি তথা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
একুশের প্রথম প্রহরে তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৫২‘র ভাষা আন্দোলনে আত্ম বলিদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া এবং প্রশাসনিক অন্যান্য দপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ দলমত নির্বিশেষে সর্বজন।
বুধবার দিনগত রাত ১২টা ১ মিনিটে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন কর্তৃক পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ধারাবাহিক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন- তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও হাই ওয়ে থানা অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদসহ দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ তারাগঞ্জ উপজেলা শাখা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান ও দলীয় সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখা, তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি উপজেলা শাখা, অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দসহ সার্বজনীন অংশগ্রহনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
প্রেরণার ভাষা আন্দোলন- “মাতৃভাষা বাংলা চাই” মাতৃভাষার এই দাবি দমন করতে ১৯৫২ইং সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকার রাজপথে ১৪৪ ধারা জারি করেছিল। তৎসময়ের উদীপ্ত ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেন। সেই মিছিলে নির্মমভাবে বর্ষিত গুলিতে শহীদ হন, রফিক, সালাম, বরকত, জব্বার। তাঁদের এই বীরত্ব স্মরণেই দেশবাসী শহীদ মিনারের সামনে এসে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় শ্রদ্ধা-ভালোবাসার বিরল দৃষ্টান্তে ফুলে ফুলে সজ্জিত পুষ্পস্তবকে ছেয়ে যায় দেশব্যাপী নির্মিত শহীদ মিনারের বেদি।
সকাল ৭টার পর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক শিক্ষার্থী কর্তৃক “অমর ২১শে আমাদের শ্রদ্ধা” শীর্ষক র্যালী ও গানে গানে মুখরিত স্মরণীয় ধ্বনিতে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থীদের মাঝে ২১শে ফেব্রুয়ারি তথা মাতৃভাষার ইতিহাস ও তাৎপর্য নিয়ে মৌখিক আলোচনা ও প্রশ্নোত্তর প্রতিযোগীতার মাধ্যমে সম্পন্ন হয় ।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।