শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় লেগুনা যাত্রী এক নারী নিহত হয়েছেন ও আরও ৪ জন আহত হয়েছে।
শনিবার সকালে পৌর সদরের পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম জ্যোৎস্না বেগম(৫৫) বলে পুলিশ জানায়।তিনি সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াল গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়- নগরী থেকে ছেড়ে যাওয়া মীরসরাইগামী চয়েস পরিবহনের একটি বাস পন্থিছিলা এলাকা অতিক্রমকালে চাকা ফেটে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা লেগুনায় ধাক্কা দেয়।
এতে জ্যোৎস্না বেগমসহ পাঁচ লেগুনা যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শাহাদাত হোসেন বলেন- নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনাকবলিত লেগুনা ও চয়েস পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে।