Tuesday, April 23, 2024
Homeঢাকা বিভাগঢাকা জেলাসেনেগালে পথদূর্ঘটনায় ৪০ জন নিহত- সেভ দ্য রোড‘র শোক

সেনেগালে পথদূর্ঘটনায় ৪০ জন নিহত- সেভ দ্য রোড‘র শোক

শোক বিজ্ঞপ্তিঃ
সেনেগালে পথদূর্ঘটনায় ৪০ জন নিহত হওয়ায় গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সেভ দ্য রোড। ১০ই জানুয়ারী সকাল ১০টায় প্রেরিত শোক বিবৃতিতে চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস্ চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস্ চেয়ারম্যান বিকাশ রায়, আইয়ুব রানা, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক উল্লেখ করেন, চাকায় সমস্যা দেখা দেয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য বাসে ধাক্কা দিলে ৪০ জন নিহত হয়। ভয়াবহ এ দুর্ঘটনার কারণে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে সেনেগাল।

রবিবার সেনেগালের মধ্যাঞ্চলীয় কাফ্রিন শহরে একটি বাসের চাকা ফুটো হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্য প্রান্তে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে৷ এতে দুই বাসের কমপক্ষে ৪০ জন মারা যান, আহত হন অন্তত ৭৮ জন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এদিকে দূর্ঘটনার পর সারা দেশে তিন দিন শোক পালনের ঘোষণা দেন রাষ্ট্রপতি ম্যাকি স্যাল।

এক টুইট বার্তায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন- “আজ গ্নিবির ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৪০ জন নিহত ও অনেকে মারাত্মকভাবে আহত হওয়ায় আমি শোকাভিভূত। দূর্ঘটনার শিকারদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments