জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
সম্প্রতি কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারায়াণপুর বাজারে বেড়েই চলেছে চুরি। গত ছয় মাসের ভিতরে নগদ টাকাসহ ভ্যান, সাইকেলসহ অসংখ্য চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি ঈদুল আযহাকে সামনে রেখে ব্যববসায়িদের এভাবে নগদ টাকা সহ মালসামানা একের পর এক চুরি হওয়াকে কেন্দ্র করে হরিনারায়াণপুর বাজারের প্রতিটা ব্যবসায়ী আছে আতংকে।
গত বছর অক্টোবরে হরিনারায়াণপুরের বই ব্যবসায়ী মৌসুমী বই ঘর থেকে সাত সকালেই চুরি হয়ে যায় মোবাইল ফোনসহ নগদ প্রায় দেড়লক্ষাধিক টাকা। থানায় অভিযোগ এবং সিসিটিভির ফুটেজ থাকলেও হদিস মেলেনি একটি টাকারও। এবং গত শুক্রবার শিপুল সাইকেল ষ্টোর থেকে নগদ টাকা চুরি হয়ে যায়।
এছাড়াও গত বৃহস্পতিবার শাহী মসজিদ রোডে নজরুলের দোকানে ঘটে চুরির ঘটনা। গত কিছুদিন হলো পার্শ্ববর্তী পূর্ব আব্দালপুরের আব্দুল মজিদের স্কুল পড়ুয়া ছেলে রাহিম বাজারে প্রাইভেট পড়তে এসে তার সাইকেল হারিয়ে যায়।
এরই ধারাবাহিকতায় গত শনিবার ১৭/০৬/২৩ইং হরিনারায়ণপুর বাজারে সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে গার্লস স্কুল মোড়ে প্রাপ্তি মেডিসিনের দোকান ঘর থেকে প্রায় নগদ ৫৫,০০০ টাকা চুরি হয়ে যায়। উক্ত দোকানের প্রোপাইটার কামরুজ্জামান জানান, আমি সকালে দোকান খুলেই প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে, দোকানে ফিরে দেখি ক্যাশ বাক্স খোলা এবং আমার প্রায় নগদ ৫৫,০০০ হাজার টাকা নেই। ঘটনার পরপরই তিনি ইবি থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
চুরির বিষয়ে ব্যবসায়ীরা আরও অনেক অভিযোগ তুলে ধরেন এবং এই বিষয়ে বাজারের বই ব্যববসায়ী ফরহাদ ও ওষুধ ব্যবসায়ী ফারুক জানান আমরা বাজারে চুরি নিয়ে খুবই আতংকে আছি। হরিনারায়াণপুর বাজার বণিক সমিতি সভাপতি সামছুল হক জানান আমরা চুরির বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি।
হরিনারায়াণপুর ক্যাম্প ইনচার্জ ইউসুফ আলী শাহীন বলেন, রাতে পুলিশ টহলের সাথে আমরা দিনেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি। এই বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ আননুর যায়েদের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি জানান আমরা চুরির বিষয়ে সজাগ আছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।