আরিফ শেখ- অনুসন্ধানী প্রতিবেদকঃ
রংপুরের তারাগঞ্জে রোপা আমন ধান কর্তন উদ্বোধন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সাহায্যে সমলয়ে চাষকৃত ধান কর্তন উদ্বোধন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয় ইকরচালি ইউনিয়নের হাজীপুর গ্রামে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উর্মি তাবাসসুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মাদ মোবাশ্বের হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, স্মার্ট কৃষি বাংলাদেশ বিনির্মানে কৃষি খাত যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাতে হবে। সমলয় চাষাবাদের মাধ্যমে সময়, শ্রম ও খরচ কমিয়ে যান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধি করাই এর মূল লক্ষ্য। খাদ্যের যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার এটি একটি প্রধানমন্ত্রীর চমৎকার উদ্যোগ। কৃষকে আধুনিক যন্ত্রে সরকার ৫০% ভর্তুকিতে দিচ্ছে। স্মার্ট কৃষি বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান, কম্বাইন্ড হারভেস্টার মেশিন ঘণ্টায় ১ একর জমির ধান কাটতে সক্ষম। এই মেশিনের সাহায্যে ধান কাটার সাথে সাথে মাড়াই করা যায়। একই সাথে বস্তা ভর্তি করা যায়। এরপর রোদে শুকিয়ে কৃষক ধান গোলায় তুলতে পারবে। প্রতি বছরই ধান কাটার সময় শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করে। যার কারণে সময় মতো ধান ঘরে তুলতে না পেরে বৃষ্টি ও অকাল বন্যায় কৃষকের ধান নষ্ট হয়ে যায়। এখন কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে স্বল্প সময়ে, স্বল্প খরচে কৃষক ধান ঘরে তুলতে পারবে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃৃষানী, গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেক্ট্রিক ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।