বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গী প্রেসক্লাবে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। আগুনে বিভিন্ন মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার ৩রা মে ২০২১ইং সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান- টঙ্গী প্রেসক্লাবের একতলা ভবনের উপর দিয়ে ডেসকোর উচ্চ ভোল্টেজের (১১ কেভি) এবং লো ভোল্টেজের ৪৪০ কেভি (এলটিআই) বিদ্যুতের লাইন চলে গেছে। সেই বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। পরে আগুন ক্লাব ভবনের সিড়ির উপড়ে থাকা টিনের ছাউনীতে লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে।
সোমবার সকাল ৯টা ৮মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়ার পরই আমাদের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কর্তৃপক্ষ বিদ্যুতের লাইন বন্ধ করতে দেরি হওয়ায় আমাদের আগুন নেভানোর কাজ শুরু করতে কিছু বিলম্ব হয়।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার সরকার জানান, সকাল ৯টার দিকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে স্থানীয় ফায়ার স্টেশনকে জানানো হয়। পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নেভান। অগ্নিকাণ্ডে টঙ্গী প্রেসক্লাবের চাল, ৫টি সিসি ক্যামেরা, দুটি এসি, একটি কম্পিউটার, একটি টিভিসহ বিভিন্ন সরঞ্জমাদি পুড়ে গেছে।