সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ ফুলবাড়ী- পার্বতীপুর আসনের জাতীয় পার্টি থেকে মনোনয় প্রত্যাশী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলার জাতীয় পাটির সভাপতি মোঃ কাজী আব্দুল গফুর। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী হোসেন কমিউনিটি সেন্টার এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কাজী আব্দুল গফুর দ্বাদশ সংসদ নির্বাচন করার ঘোষনা দেন।
তিনি তার বক্তব্যে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ ফুলবাড়ী-পার্বতীপুর আসনের জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশা করছি এবং আমি আগামী নির্বাচনে মনোনয়ন পেলে জাতীয় পার্টির পক্ষ থেকে এই আসনে নির্বাচন করব।
তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, সাবেক রাষ্টপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মাদ এরশাদ এর আদর্শে অনুপ্রানিত হয়ে ১৯৯০ সালে জাতীয় পার্টির সদস্য পদ লাভ করি। এরশাদমুক্তি আন্দোলনে আমি সক্রিয় ভূমিকায় মাঠে ছিলাম। তৎকালীন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হওলাদার আমাকে ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি কাউন্সিলের জন্য অনুমোদন দেন।
পরর্বতীতে নির্বাচনে আমি উপজেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হই। সেই কাল থেকে জাতীয় পার্টির পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় সক্রিয় ভাবে দল সু-সংঘটিত করা কাজ করছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ৩০০ আসনের প্রাথমিক ভাবে প্রার্থী নির্বাচিত হই। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশে নির্বাচন থেকে বিরত থাকি।
গোলাম মোঃ কাদের এমপি মহোদয় ২০২০ সালে কেন্দ্রিয় কমিটির সদস্য নির্বাচিত করেন। তাই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের এমপির নির্দেশনায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর ৫ আসনের ফুলবাড়ী পার্বতীপুর প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশা করছি। সংবাদ সম্মেলনে পার্বতীপুর- ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং সুধিজন সহ সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।