মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নব-গঠিত কমিটির মোঃ সোহরাব উদ্দিনকে আহ্বায়ক, শওকত হোসেন সরকারকে সদস্য সচিব এবং এম মঞ্জুরুল করিম রনিকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।সদ্যবিলুপ্ত কমিটিতে মোঃ সোহরাব উদ্দিন সদস্য সচিব, শওকত হোসেন সরকার ১ম যুগ্ম আহ্বায়ক এবং এম মঞ্জুরুল করিম রনি যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
বিজ্ঞপ্তিতে নব-গঠিত এই আহ্বায়ক কমিটিকে ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
নতুন কমিটি গঠণ হওয়ায় গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা সন্তুষ্টি প্রকাশ করেন।