শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- বিশেষ প্রতিনিধিঃ
চক্ষু রোগীদের দোরগোড়ায় চিকিৎসা সেবা ও পরামর্শ নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের ইপিজেড মোড়ে দীপ আই কেয়ার ফাউন্ডেশন ইপিজেড ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ২০২৪ইং সকালে নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের ইপিজেড মোড়ে দীপ আই কেয়ার ফাউন্ডেশন ইপিজেড ভিশন সেন্টারের উদ্বোধন করেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
এসময় স্বাগত বক্তব্য দেন, দীপ আই কেয়ারের হেড অব প্রোগ্রাম মাহমুদুল ইসলাম, প্রকল্পের সার-সংক্ষেপ তুলে ধরেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার এ,কে,এম,নুরুল কবির।
দীপ আই কেয়ারের হেড অব প্রোগ্রাম মাহমুদুল ইসলাম বলেন, আই কেয়ার ফাউন্ডেশন ইপিজেড ভিশন সেন্টারে ১০০ টাকা দিয়ে মিলবে চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র, চোখের ছানী অপারেশন সহ চোখের নানা রোগের চিকিৎসা।
সরকারী ছুটির দিন ছাড়া প্রতিদিন চক্ষু রোগীরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিলবে চোখের চিকিৎসা ও পরামর্শ। তবে উদ্বোধনী দিনে প্রায় চার শতাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসা, ব্যবস্থাপত্র প্রদান করা হয়।