বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
চলতি মাসের (২৮ এপ্রিল) লক্ষীপুর জেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার চেয়ারম্যান ও সংরক্ষিত আসনে মহিলা মেম্বার প্রার্থীদের সাথে জেলা প্রশাসন, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে (২২ এপ্রিল) সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে।
জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা দত্ত, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, এনএসআই উপ-পরিচালক বশির আহমদ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন কর্মকর্তা মোর্শেদুর রহমান, জেলা আনসার ভিডিপি অ্যাডজুটেন্ট কমান্ড্যান্ট মোঃ সোহাগ পারভেজ প্রমুখ। নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনেন জেলা প্রশাসনসহ উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
জেলা সদরের ২নং উত্তর হামছাদী, ৩নং দালাল বাজার, ৬নং ভাঙা খাঁ, ১৫ নম্বর লাহারকান্দি ও ১৯নং তেয়ারীগঞ্জসহ মোট পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে চলতি মাসের (২৮ এপ্রিল)। নির্বাচনে অনাকাঙ্খিত যে কোন ঘটনা মোকাবেলা করে, যেকোন কালো ছায়া প্রতিহত করে অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস দেন প্রশাসন।