শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
সৈয়দপুর রেলের সিটি শহর হিসেবে পরিচিত ছিল। এবং এটি রেলের বিভাগীয় শহর। সেই অনুপাতেই শহরটিকে রেল বাসাবাড়ি নির্মাণ করেছিল।
সৈয়দপুর শহরের রেলের ভিআইপি রেস্ট হাউস এর পাশে, রেলের ডি এস সাহেবের বাসভবন ‘এস পি সাহেবের বাসভবন ‘অফিসার্স ক্লাব এর সংলগ্ন পরিবেশ বিঘ্নিত করে, ছোট্ট মাঠে যেটি ফাইভ স্টার নামে খ্যাত উক্ত মাঠে মাসব্যাপী নারী উন্নয়ন ফোরাম সৈয়দপুরের কুটিরশিল্পের মেলার জন্য খেলাধুলার জায়গায় সংকীর্ণ করে স্থায়ী অবকাঠামো নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ব্যাপক ঝড় তুললে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন এর নেতৃত্বে একটি টিম ১৮ই মে জেলা প্রশাসকের কাছে গিয়ে মেলার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে তারা জানান সারা বিশ্ব যখন কঠিন সময় অতিক্রম করছে। দ্রব্যমূল্য যখন সাধারণ নাগরিকের ক্ষমতার বাইরে চলে গেছে।
দেশব্যাপী চলছে বিদ্যুতের লোডশেডিং জাতীয় গ্রিডে বিদ্যুতের সংকট তারপর রয়েছে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম।
এতকিছুর পরেও মাসব্যাপী মেলার আয়োজন করে শহরে ভিআইপি রোড, ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, লায়ন্স স্কুলএন্ড কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ কলেজ ছাত্র-ছাত্রীদের ও বিমানবন্দরের ভিআইপি যাত্রীদের যাতায়াতের রাস্তার পাশে কথিত নারী উদ্যোগকার এই মেলার আয়োজনকে বন্ধ করার জন্য আবেদন করেন।
জেলা প্রশাসক মহোদয় বলেন- উক্ত মাট আমাদের নয় এটি রেলওয়ের মাঠ। তারা তাদের গুরুত্ব বিবেচনা না করে কেমন করে বরাদ্দ দিল। মেলা কর্তৃপক্ষ আমার কাছে লিখিত আবেদন করেছে আমি এখন পর্যন্ত তা অনুমতি দেয়নি।
এ ব্যাপারে রেলের এই এনআইসি এর সাথে মোবাইলে কথা বললে তিনি জানান আমি এখানে নতুন এসেছি আমার পূর্বের এনআরসি এই মাঠের অনুমতি পত্র দিয়ে গেছেন।
অথচ মাঠে গিয়ে দেখা যায়- কুটির শিল্প মেলার পরিবর্তে সেখানে বসানো হচ্ছে চরকি নগরদোলা সহ একাধিক মানহীন রাইডার এমনিতেই মাঠের আয়তনটি ছোট তারপরে মেলায় ও মানহীন রাইডার বসানো হলে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।