সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ঈদগাহ মাঠ ও সরকারি খাস জমির গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখানা ইউনিয়নের বাউদিয়ার হাট ঈদগাহ মাঠে।
এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর কাছে লিখিত অভিযোগ করেছে একই গ্রামের মৃতঃ ছুবান উদ্দিন প্রামাণিকের ফজলুল হক।
অভিযোগ সূত্রে জানা যায়- ১৪ই জানুয়ারি (শনিবার) দুপুরে মৃতঃ আঃ ছালেকের ছেলে আনছার আলী, মৃতঃ বাবুর উদ্দিনের ছেলে আঃ হাই, মৃতঃ হাকিম উদ্দিনের ছেলে আজিজুর রহমান, মৃতঃ ছোলেমান আলীর ছেলে ইদ্রিস আলী ও হাবিবার রহমান এবং মৃতঃ মহির উদ্দিনের ছেলে আনছার রহমান ঈদগাহ মাঠ কমিটির রেজুলেশন ছাড়া ও কাউকে কিছু না জানিয়ে নিজেদের মত একটি পুরাতন বটগাছ তুলে ৩০ হাজার টাকায় বিক্রি করেন গাছব্যবসায়ীর কাছে।
উক্ত গাছ গুলো কেটে ভ্যানে করে নিয়ে আসার সময় এলাকাবাসী গাছের ভ্যানগাড়িগুলো আটক করে দিয়ে ইউএনওকে ফোন দেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী বলেন- গতকাল ফোন পাওয়ার পরে চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে গাছ গুলো নিজের জিম্মায় রাখার জন্য, আর তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে।