রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুর জেলাধীন তারাগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মমতাজ উদ্দিন সরকার সদ্য গতরাত ৩ ঘটিকায় (০৩/০৬/২৩ইং তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ই-লাইহি রাজিউন)।
মরহুমের শোকাবহ পরিবারের প্রতি বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফ শেখ ও সাঃ সম্পাদক লাতিফুল সাফি ডায়মন্ড শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ আছর তার নিজ বাসভবনে(ঘনিরামপুর জোতপাড়া) অনুষ্ঠিত হবে।
মরহুমের সংক্ষিপ্ত বর্ণনাঃ আলহাজ্ব মমতাজ উদ্দিন(আরতদার) একজন বিশিষ্ট ব্যবসায়ী। দীর্ঘদিন তিনি সততা ও নিষ্ঠার সাথে পাট, তামাক, বীজ আলু সহ বিভিন্ন ব্যবসায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। নীলফামারীর কিশোরগঞ্জে গত ২ বছর থেকে চালু হওয়া “মমতাজ উদ্দিন অটো রাইস মিল” তারই সফল চিন্তার ফসল।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল, ৮৩ বছর। মৃত্যুপরবর্তী তিনি, প্রথম স্ত্রীর ২ ছেলে(হানিফ ও হাকিম) ৩ মেয়ে ও দ্বিতীয় স্ত্রীর ৩ মেয়ে মোট ৮ ছেলে মেয়ে এবং দুই স্ত্রীসহ পারিবারিক ও ব্যবসায়ীক বন্ধু মহলে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।