বুধবার, ০১ মে ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে আমগাছের ডালে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইউপি নির্বাচন সম্পন্ন পুলিশের উপর হামলায় নবনির্বাচিত চেয়ারম্যান গ্রেপ্তার নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন-২০২৪ইং অনুষ্ঠিত। রাণীশংকৈলে কুলিক নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ২ ব্যাক্তিকে কারাদন্ড জলঢাকায় ১কোটি ৪৩ লক্ষ টাকা ব্যায়ে পৌরসভার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন দীপ আই কেয়ার ফাউন্ডেশনে শত টাকায় চক্ষু সেবা ২১ বছর পদার্পনে “সাপ্তাহিক চৌদ্দগ্রাম” পত্রিকা পরিবারের আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ সম্পন্ন রংপুরে নব্য বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার দীর্ঘ ১৫ বছর পরে ইউপি নির্বাচন- প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় ফুলবাড়ী লিজেন্ট ক্রীকেট টুর্ণামেন্ট সিজন-২’র চ্যাম্পিয়ন হ্যাপি গার্মেন্টস ফুলবাড়ী বিদ্যুৎ অফিসে মিটার রিডার কর্তৃক গ্রাহককে মারপিট নড়াইল জেলা পুলিশে নতুন গাড়ি সংযোজন করলেন এসপি ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জনকে আটক তারাগঞ্জে ভ্রাম্যমাণ অভিযানে গণউপদ্রব তৈরি এবং নির্দেশনা অমান্যে দুই ব্যক্তি দণ্ডিত তারাগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত পীরগঞ্জে কৃষকদের মাঝে ১৫০ টি স্প্রে মেশিন বিতরণ নির্বাচনে মিজানুর রহমান মিলু ইউনিয়নবাসীর সেবক হতে চান

নিজ কর্মস্থলে প্রতি ইঞ্চি জমি কাজে লাগিয়েছেন রংপুর র‍্যাব ১৩’র অধিনায়ক

হারুন-অর-রশিদ – বিশেষ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি চাষাবাদে অন্যান্য নজির গড়েছেন। বৈশ্বিক খাদ্যসংকট মোকাবিলায় দেশের জনগণকে প্রতি ইঞ্চি জমিতে আবাদ করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশের অনুপ্রেরণায় আজ সাজানো পরিপাটি আঙিনা। মাটিতে ফলেছে ফল-ফুল-ফসল। খামারে-খাচায় ঘুরে বেড়ায় হাঁস-মুরগী-কবুতর। রংপুর র‍্যাব১৩ এর এই উঠোন কৃষি। যেন দেশের সকল মানূষের জন্য এ এক অনুপ্রেরণা। তাইতো রংপুর র‍্যাব ১৩ এর অধিনায়কের কার্যালয়ে প্রতি ইঞ্চি জমি কৃষির আওতায় এনে উদাহরণ তৈরি করেছেন র‍্যাবের এই কর্মকর্তা আরাফাত ইসলাম।

পরিচর্চারত ছবি

তিনি জানান- এখানে প্রতিনিয়ত প্রকৃতিতে চলে রঙ বদলের খেলা। ষড়ঋতুর এই বাংলাদেশে প্রতিটি ঋতুরই আছে স্বতন্ত্ররূপ। সহজেই দৃষ্টিগোচর হয় এর বৈচিত্রতা। মাটির উর্বরতার কারনে যেখানে সেখানে হয় গাছগাছালি। তাই সহজেই দেখা মেলে কোনো কোনো ঋতুতে মাঠ থাকে সবুজ ফসলে ভরপুর।

নদীমাতৃক দেশ বিধায় সব জায়গার মাটিই বেশ উর্বর। আমরা এটিকে কাজে লাগিয়ে সকল র‍্যাব সদস্যদের সাথে নিয়ে ফাঁকা পরিত্যক্ত পতিত জায়গায় বরবটি আম্রপলি শসা পদিনা পাতা পুই শাখ বাতাবি লেবু ছাড়াও নানা রকমের ফলজ ও বনজ গাছ রোপন করেছি।

পরিদর্শনে অধিনায়ক

অপর দিকে র‍্যাব ১৩ এর উপ অধিনায়ক মইদুল ইসলাম বলেন- অবসরে আমাদের এই র‍্যাব ক্যাম্পে মেতে উঠি এই মিনি চিড়িখানায়। সেখানে রয়েছে নানা জাতের কবুতর রয়েছে চিনা হাস পাতি হাস এছাড়াও রয়েছে ভেড়ার পাল। আমরাই এর দেখাশুনা করি যে যখন সময় পাই।

তাই আমার অনুরোধ আপনিও আপনার ফাঁকা পরিত্যক্ত জায়গা ফাঁকা না রেখে শাক সবজির বাগান করুন এতে করে অনেক উপকার হবে সকলেরেই।

নির্দেশনায় অধিনায়ক

অন্যদিকে কথা হয় র‍্যাব ১৩ রংপুরের সহকারি পরিচালক মিডিয়া ব্যক্তিত্ব ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এর সাথে তিনি জানান এসবের পাশাপাশি আমরা এখানে বিভিন্ন প্রজাতির পাখি পালন করি। এছাড়াও হাসও আছে এখানে। এগুলোই আমাদের অবসরের সঙ্গী। আর সবকিছুই হয়েছে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায়।

র‍্যাব ১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম আরো জানান- বাংলাদেশের প্রধানমন্ত্রী মূলত প্রতি ইঞ্চি জমিতে আবাদ করার বিষয়ের ধারণাটি পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের সবুজ বিপ্লবের ডাক থেকে। আমরাও আমাদের এই ক্ষুদ্রতম জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি মাত্র।

সফলতার নিদর্শন

তিনি আরও বলেন- বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের দাম প্রায় আকাশচুম্বী। এ সংকট থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছেন। এই ফসলি উঠোনে নানা ধরনের ফসলের আবাদ তারই ছোট একটি দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুনঃ

অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)

বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।

আগ্রহীগণ সিভি পাঠাতে -মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com

©2019 copy right. All rights reserved 71sangbad24.com Desing & Developed By Hostitbd.Com