শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
আজ ২০২৩/২০২৪ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ সহতায় তহবিলের অর্থায়নে পীরগঞ্জ ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে ১ শত ৫০টি স্প্রে মেশিন বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ এর স্পীকার ডঃ শিরীন শারমিন চৌধুরী। স্প্রে মেশিন বিতারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম ময়না মাষ্টার।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১২ ঘটিকার সময় পরিষদ চত্বরে ২০২৩/২০২৪ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ সহতায় তহবিলের অর্থায়নে পীরগঞ্জ ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতারণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মুনছুর আলী ও সেক্রেটারী তারিকুল ইসলাম তিতাশ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, বড় দরগাহ ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলার শাখার সদস্য জাহিদুল ইসলাম রুবেল। কাবিলপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, মওলানা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি রাশেদ। উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ এর সকল সদস্য এসময় উপস্থিত ছিলেন।