Saturday, April 27, 2024
Homeরংপুর বিভাগনীলফামারী জেলাজলঢাকায় খুটামারা আলিম মাদ্রাসায় সংবাদকর্মীদের উপর হামলা

জলঢাকায় খুটামারা আলিম মাদ্রাসায় সংবাদকর্মীদের উপর হামলা

এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় খুটামারা আলিম মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় ডিজি প্রতিনিধি, প্রতিষ্ঠানের অধ‍্যক্ষ ও শরীরচর্চা শিক্ষকসহ কমিটির অন‍্যান‍্য লোকদের দিয়ে সংবাদকর্মীদের ঢিল, টানা হেচরা লাঞ্চিত ও হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে খুটামারা আলিম মাদ্রাসায় পরিক্ষা কেন্দ্রে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিলে সংবাদকর্মীদের ঢিল, টানা হেচরা এবং লাঞ্চিত করে মাদ্রাসা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নে অবস্থিত খুটামারা আলিম মাদ্রাসায় অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরিক্ষার সময় নির্ধারণ করা হয় এবং সংবাদকর্মীরা পরিক্ষার বিষয়ে অধ‍্যক্ষের নিকট সংবাদ চাইতে গেলে অফিসে বসে থাকা ডিজি প্রতিনিধি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের পরিদর্শক ফেরদৌসী আলম সংবাদকর্মীদের উপর কলমদানী দিয়ে ঢিল মারে এবং পরপরেই একজন সংবাদকর্মীকে টেনেহেচরে অফিসে বসে থাকা অবস্থায় বাহির করে দেয় প্রতিষ্ঠানটির শরীরচর্চা শিক্ষক সালাউদ্দিনসহ কমিটির অন‍্যান‍্যরা।

এ নিয়ে সংবাদকর্মীরা জলঢাকা থানায় অবগত করে এবং জলঢাকা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে কয়েকজন সংবাদকর্মী চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংবাদকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সাংবাদিক হেনস্তার ঘটনা জানার পরে জলঢাকা থানা পুলিশ মাদ্রাসায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রতিষ্টানটির অধ‍্যক্ষ আবু বক্কর সিদ্দিকী ও ডিজি প্রতিনিধি ফেরদৌসী আলমকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে জলঢাকা থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সংবাদকর্মী আব্দুল মালেক।

এ ব্যাপারে জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল আলম প্রতিবেদককে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments