Friday, April 26, 2024
Homeরংপুর বিভাগনীলফামারী জেলানীলফামারীতে ইট প্রস্তুতকারী মালিক সমিতির মানববন্ধন

নীলফামারীতে ইট প্রস্তুতকারী মালিক সমিতির মানববন্ধন

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
জিগজ্যাগ ইটভাটায় ছাড়পত্র, লাইসেন্স প্রাপ্তি ও বর্তমান কয়লা সংকট সমাধানের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতি নীলফামারী জেলা শাখার নেতাকর্মীরা।

রবিবার ২৭শে নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি দেওয়ান আসাদুধ দৌলা সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সহ-সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ আরো অনেকে।

মানবন্ধন কর্মসূচীতে, ইট প্রস্তুত ও নিয়ন্ত্রণ-২০১৩-২০১৯ বর্নিত জিগজ্যাগ ভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রপ্তিসহ চলমান কয়লা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান।

মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত কর্মসূচিতে জেলার সকল ইটভাটার মালিকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments