বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
আবু তারেক- পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফুল মোহাম্মদ চৌধুরীরর ও জাতীয় গনহত্যা দিবসে সকল শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করেন ফুল মোহাম্মদ চৌধুরীরর পরিবারের সদস্যরা।
এসময় স্থানীয় ইউপি সদস্য কেরামত আলী, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পরিজুল ইসলাম হৃদয়, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম মিলার, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লিটন আলী, ফুল মোহাম্মদ চৌধুরীরর উওরাধীকারীগং আব্দুস সোবহান চৌধুরী, ওমর ফারুক, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে ফুল মোহাম্মদ চৌধুরী (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির শান্তি কামনা করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পড়ান ঘোড়াধাপ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম।