Friday, April 26, 2024
Homeরাজশাহী বিভাগপাবনা জেলাভ্রাম্যমাণ আদালতের অভিযানে যৌন-উত্তেজক ওষুধের কারখানা সিলগালা- ম্যানেজারের জেল-জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যৌন-উত্তেজক ওষুধের কারখানা সিলগালা- ম্যানেজারের জেল-জরিমানা

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
পাবনা সদর থানার হেমায়েতপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির অপরাধে একটি কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানার ম্যানেজার মিরাজুল ইসলামের(২৫) জেল-জরিমানা করা হয়।

এ সময় বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৯ই জুন ২০২২ইং অভিযানটি পরিচালনা করা হয়।

বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খাঁন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলা ডিবি পুলিশের একটি অভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে ইম্পেল ল্যাবরেটরি (ইউনানি) কারখানা ও গুদামে অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার।

এ সময় অবৈধভাবে তৈরিকৃত মানবদেহের জন্য ক্ষতিকারক বিপুল পরিমাণ বিভিন্ন যৌন উত্তেজক সিরাপ, যৌন উত্তেজক শরবত ও বিপুল পরিমাণ ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানা ম্যানেজারের জেল-জরিমানা করে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার গণমাধ্যম কর্মীদের বলেন- গোপন সংবাদের ভিত্তিতে ইমপেল ল্যাবরেটরিতে অভিযান চালানো হয়। কোম্পানির ম্যানেজার মিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ-আল মামুন ওই ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এরপর কারখানা-গুদাম সিলগালা করে দেওয়া হয়।

ওসি আরও বলেন- জব্দ ওষুধ গুলোর ল্যাব টেস্ট করা হবে। সেগুলো সিজার লিস্ট করে আপাতত গুদামের মধ্যেই তালা দিয়ে রাখা হয়েছে। পরে দেশের প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নিয়ে এগুলোকে ধ্বংস করা হবে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments