Saturday, April 27, 2024
Homeরংপুর বিভাগরংপুর জেলামানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশ

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ
বইয়ের বোঝা ও ব্যাগের ভার নয়, আনন্দ নিয়ে শিশুরা বিদ্যালয়ে যাবে এটাই চাচ্ছেন সরকার- বলেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

বুধবার ৩০শে নভেম্বর সকালে রংপুর জেলা শিল্পকলা অডিটোরিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার অংশীজনের সমন্বয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে এ কথা বলেন তিনি।

এছাড়াও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি, শারিরীক ও মানসিক বিকাশে গুরুত্ব ও অনুশীলন, শিক্ষার্থীদের উপর শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন, দুর্বল শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান, শুধু শিক্ষকই নয় অভিভাবকদেরকেও সচেতন প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে বক্তব্য রাখেন তিনি।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস’র আয়োজনে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় ভারপ্রাপ্ত উপপরিচালক মুজাহিদুল ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments