রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে সেচ্ছাসেবী সংস্থা ডিভাইন কেয়ার ফাউন্ডেশন ও অলাভজনক ডিভাইন কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধী, বিধবা ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৩ই জানুয়ারী ২৩ইং বিকেলের দিকে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সিগারেট কোম্পানি রামগোবিন্দ এলাকায় তাদের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংস্থাটির সদস্যরা।
কয়েকদিন ধরে তাপমাত্রা কম হওয়ায় তীব্র শীতে কাঁপছে রংপুর অঞ্চলের সাধারণ মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছে দরিদ্ররা। ডিভাইন কেয়ার ফাউন্ডেশন এসব দরিদ্রের শীতনিবারনে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে ৭৪৪টি কম্বল বিতরণ করছে তারা।
ডিভাইন কেয়ার ফাউন্ডেশনের সিইও কনিকা রাণী সরকারের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভাইন কো-অপারেটিভ কনজুমার্সের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ কনক দেবনাথ ও এডভাইসর রতন চন্দ্র প্রধান প্রমুখ।