Saturday, April 27, 2024
Homeরংপুর বিভাগরংপুর জেলারমেক হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান

রমেক হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান

বর্ণালী জামান বর্ণা- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল-সিন্ডিকেট এর হয়রানি ও দৌরাত্ম্য বন্ধ এবং গরীব-সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার ১১ই অক্টোবর সকাল ১০টায় মহানগর নাগরিক কমিটির উদ‍্যোগে জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- রংপুর মহানগর নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাহার আলী, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ, অধ‍্যাপক আব্দুস সোবহান, এডভোকেট মাসুম হাসান, এডভোকেট ওয়াজিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ এডভোকেট পলাশ কান্তি নাগ, নারীনেত্রী সানজিদা আক্তার, শ্রমিক নেতা রেদোয়ান ফেরদৌস, সুভাষ রায়, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষানবীশ আইনজীবী নাসির সুমন, স্বপন রায় প্রমুখ।

উক্ত স্মারকলিপিতে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকল রোগের ডায়াগানস্টিক টেষ্ট এর ব‍্যবস্থা নিশ্চিত, চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় সকল ঔষধ সরবরাহ, সকল ওয়ার্ডে সার্বক্ষণিক চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, জরুরী ও মুমুর্ষ রোগী পরিবহনের জন্য বিনা ভাড়ায় এ‍্যাম্বুলেন্স এর ব‍্যবস্থা, জরুরী বিভাগে রোগী ভর্তিসহ সর্বক্ষেত্রে দালাল-সিন্ডিকেটের হয়রানী ও দৌরাত্ম্য বন্ধ, ভর্তিকৃত রোগীদের উন্নত মানের খাবার- বিশুদ্ধ পানীয় জলের ব‍্যবস্থা, হাসপাতালের টয়লেট-বাথরুমসহ সকল ওয়ার্ডে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত, হাসপাতালের প্রয়োজন অনুসারে চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করে জনবল সংকট দুর এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দূর্নীতি-লুটপাটের শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments