বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার নাটাবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ২০২৩ইং আয়োজিত নাটাবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নাটাবাড়ী দ্বি-মুখী.উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটাবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল, সহকারী শিক্ষক আব্দুল হাদি, নাটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হাসান(স্বপন), সহকারী শিক্ষক কামাল হোসেন, লিটন, হিরোসহ শিক্ষক কর্মচারীবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম, মানবতার কুঁড়ে ঘর ফাউন্ডেশনের সহঃ সভাপতি খায়রুল হাসান, বিদায়ী ছাত্র-ছাত্রী বৃন্দ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষে শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।