বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।(১৪এপ্রিল) রবিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি,আই,এম নুরুন্নবী তারিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন, ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান, তদন্ত মনিরুল ইসলাম।
উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: দিবাকর বসাকসহ অফিসার বৃন্দ।
গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদল হক বাচ্চু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা বাহাদুর আলী, প্রভাষক আনিসুর রহমান, কামরুল হাসান আনছারী, শফিকুল ইসলাম চাঁন, রাসেল মাহমুদ , সাংবাদিক মনিরুজ্জামান মনির, সাংবাদিক শুভসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় এবং এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ গানের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করা হয়।