বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার সকাল ১০ ঘটিকায় ধুনট সরকারি ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন, পৌর মেয়র এজিএম বাদশা, ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান, তদন্ত মনিরুল ইসলাম।
উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা দপ্তরের অফিসার বৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২৬ মার্চে গণকবর জিয়ারত, আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।