Sunday, April 28, 2024
Homeখুলনা বিভাগনড়াইল জেলানড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়না বেগমের মৃত্যু

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়না বেগমের মৃত্যু

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়না বেগম(২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মৃত্যুবরণ করেন। ময়না বেগম উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের দিদার শেখের স্ত্রী।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এস এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের লোকজন জাগো নিউজকে জানান, গত শুক্রবার রাতে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয় ময়না বেগম। ময়নার অবস্থা রাতে অবনতি হলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করি।

পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করলে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। পরে তার শারীরিক অবস্থার ব্যপক অবনতি হয় এবং শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এস এম মাসুদ জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে জ্বর নিয়ে ময়না বেগম ভর্তি হন। এসম তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। এরপর শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments