Saturday, April 27, 2024
Homeরংপুর বিভাগনীলফামারী জেলানীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ৩জনকে জরিমানা

নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ৩জনকে জরিমানা

নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ও অবৈধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের দায়ে ৩জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার ৩০শে অক্টোবর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

এসময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ২টি যানবাহনকে দুই হাজার টাকা জরিমানা ও ৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া ১টি দোকান থেকে ১০কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় ও ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন।

সহকারী পরিচালক কমল কুমার বর্মন জানান- শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় তাদের দু’টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ও দোকান থেকে ১০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে তাদের জরিমানা করা হয়।

এছাড়া ভবিষ্যতে তারা যেনো এই নিষিদ্ধ জিনিসগুলো ব্যবহার না করা হয় সেজন্য সতর্ক করা হয় তাদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments