Saturday, April 27, 2024
Homeরংপুর বিভাগপঞ্চগড় জেলাপঞ্চগড়ে মহালয়া অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের নৌকা ডুবে এখন পর্যন্ত নিহত-২৪

পঞ্চগড়ে মহালয়া অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের নৌকা ডুবে এখন পর্যন্ত নিহত-২৪

সাদ্দাম হোসেন- নিজস্ব প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের করতোয়া নদীতে মহালয়া অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের নৌকা ডুবে এখন পর্যন্ত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

স্থাণীয় সূত্রে জানা গেছে- আজ হিন্দু সম্প্রদায়ের মহালয়া অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। উক্ত অনুুষ্ঠানকে ঘিরে আগত দর্শনার্থীদের নৌকা ডুবে এই‌ মর্মান্তিক নৌ দূর্ঘটনা ঘটনা ঘটেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল এখন পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

রবিবার ২৫শে সেপ্টেম্বর  বিকেল আনুমানিক ৩ঃ৩০টায়  এ নৌ দূর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল

বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জানান- এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩টি শিশু, ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। আর আরও ৮ জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাদের মধ্যে ৫টি শিশু, ১ নারী ও ২ জন পুরুষ রয়েছেন।

এসআই শওকত আরও জানান- এখনো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

খবরের বিস্তারিত পূনরায় প্রকাশ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments