Friday, April 26, 2024
Homeরাজশাহী বিভাগরাজশাহী জেলাপুঠিয়ার বানেশ্বরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ

পুঠিয়ার বানেশ্বরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ

মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ

পুঠিয়ার বানেশ্বর সরকারি কলেজ মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল তিনটায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম, এমপি, পুঠিয়া-দুর্গাপুরের
সাংসদ সদস্য ডাঃ মনসুর রহমান, সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, বাংলাদেশ ইন্সপেক্টর অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম ও রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- একসময় রাজশাহী মাদক, সন্ত্রস ও জঙ্গিবাদের আখড়া
হিসেবে পরিচিত ছিলো। বর্তমানে পুুলিশের তৎপরতায় তা মুক্ত করা সম্ভব হয়েছে।

এছাড়াও তিনি বলেন- রাজশাহী শান্তির এলাকায় পরিনত হয়েছে। তা বজায় রাখতে বাংলাদেশ আ’লীগকে সমর্থন
করা জন্য সমাবেশে উপস্থিত সকলকে আহবান জানন তিনি।

ডিআইজি বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী-৪ এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৩ এর সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংরক্ষিত মহিলা আসেন-৩৭ এর সংসদ সদস্য এ্যাডঃ আবিদা আনজুম মিতা, রাজশাহী জেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার সরকার, জি এস জাফরুল্লাহ, এনডিসি, বিভাগীয় কমিশনার রাজশাহী,
আবুল হাসান তারিক, বিপিএম, প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, আবুল কালাম সিদ্দিক, পুলিশ কমিশনার, আরএমপি ও জেলা প্রশাসক আব্দুল জলিল।


অনুষ্ঠানে জেলা ও স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার সুধী সমাজ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments