শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
বজ্রপাতে আশিক সরকার(২২) নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবক আশিক নাটোর উপজেলার বাঘাতিপাড়া ইউনিয়নের করমদসি গ্রামের সিহাব সরকারের ছেলে।
এসময় নিহত আশিকের বাবা সিহাব সরকার(৫০), করমদসি গ্রামের আঃ মোমিন(৬৫), জমসেদ আলী(৫০) ও হফিজুর রহমান(৪২) আহত হয়েছেন।
সোমবার ১লা আগোস্ট সকাল ৮টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। বিষটি নিশ্চিত করেছেন জামনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য দিলরুবা বেগম।
তিনি বলেন- সকালে করমদসি গ্রামের আক্তারের মোড় নামক একটি চা স্টলে তারা চা পান করতে যায়।
এসময় সেখানে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে আশিক ঘটনাস্থলে মারা যায়।
বজ্রপাতে আঘাতে আশিকের বাবাসহ আঃ মোমিন, জমসেদ আলী ও হাফিজুর রহমান আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।