রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় একটি যাত্রীবাহী বাসচাপায় পিয়াস(২২) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
১৪ই নভেম্বর সোমবার সকালে ভালুকা উপজেলার কাঁঠালী নামক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটার্নে ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নিহত পিয়াস ভালুকা পৌরসভার কাঁঠালী গ্রামের সুরুজ কাজীর ছেলে।
স্থানীয় একাধিক ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়- ঘটনার সময় মোটরসাইকেলযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠাঁলী এলাকার ওই ইউটার্ন দিয়ে ঢাকাগামী লেন থেকে ময়মনসিংহগামী লেনে যাচ্ছিলেন পিয়াস।
ওই সময় ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ বাসটি আটক ও নিহতের লাশ উদ্ধার করে।